দিনাজপুরে শিলাবৃষ্টিতে একজনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শিলাবৃষ্টিতে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে; শিলার আঘাতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2018, 01:22 PM
Updated : 30 March 2018, 01:30 PM

এছাড়া জেলার বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসন জানায়, শুক্রবার দুপুরের এ ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার ১৩টি উপজেলার কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সকালে উত্তরের আরও দুই জেলা লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে শিরাবৃষ্টি হয়েছে।

নিহত সৈয়দ আলী (৫৫) পার্বতীপুরের চণ্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।

চণ্ডিপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সালাম বলেন, “ঝড়ের সময় নিজ ঘরের টিনের চালা সংস্কার কাজস করছিলেন সৈয়দ আলী। এ সময় মাথায় শিলার আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান শিলাবৃষ্টিতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিলার আঘাতে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

দিনাজপুর জেলা প্রশাসক আবু নঈম মো. আবদুছ ছবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের হঠাৎ শুরু হওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার ১৩টি উপজেলার প্রায় সবকটি কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নবাবগঞ্জ উপজেলায়।

জেলার গম, ভুট্টা, বোরো ক্ষেতসহ বিভিন্ন ফসল এবং আম ও লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকশ ঘর-বাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে বলেও তিনি জানান।

এর আগে শুক্রবার সকালে লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়।

লালমনিরহাট সদর উপজেলা, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী উপজেলা ও ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।