হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে তার স্ত্রীসহ তিনজন।

লালমরিহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2018, 03:30 PM
Updated : 29 March 2018, 03:30 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার মোহন্ত জানান।

নিহত শামসুল হক (৫০) উপজেলার সানিয়াজান ইউনিয়নের মৃত অনর উদ্দিনের ছেলে।

আহতরা হলেন শামসুলের স্ত্রী নাজমা বেগম (৩৫), ছেলে নাজমুল (২২) ও ভাই বাবুল (৩৮)।উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ৭/৮ শতক জমি নিয়ে শামসুল হকের সঙ্গে একই গ্রামের মোস্তাফিজারদের বিরোধ চলে আসছিল। বিষয়টি ৩/৪ দিন আগে স্থানীয়ভাবে মীমাংসা হলে শামসুলের ছেলে নাজমুল জমিতে সীমানা পিলার বসাতে যায়।

তখন প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়। এ সময় ছেলেকে বাঁচাতে শামসুল ছুটে এলে তার উপরেও হামলা চালায়। পরে শামসুলের স্ত্রী ও ভাই তাদের বাঁচাতে এগিয়ে এলে দুপক্ষের মারামারির এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে শামসুল ঘটনাস্থলেই মারা যায় বলে জানান তারা।

পরে স্থানীয়রা তাদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাইম হাসান নয়ন জানান, হাসপাতালে চারজনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শামসুল নামে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছে।

বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।