ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনের মুখে জামালপুর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2018, 02:26 PM
Updated : 29 March 2018, 02:26 PM

বৃহস্পতিবার বিকালে বন্ধের নোটিশ দিয়ে শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে উপাধ্য মু. রফিকুল বারী জানান।

বেলা সাড়ে ৪টার মধ্য হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোনো শিক্ষার্থী হল ত্যাগ ছাড়েননি।

রফিকুল বারী জানান, ২০১৭ সালের ২০ নভেম্বর জাতীয় সংসদে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে বিল পাস করা হলেও এখনও ভিসি নিয়োগ করা হয়নি।

শিক্ষার্থীরা জানান, ভিসি নিয়োগের দাবিতে তারা মঙ্গলবার থেকে কলেজ ক্যাম্পাসে অনশন করে আসছে। বৃহস্পতিবার বিকালে হঠাৎ করে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা ও হলত্যাগের নির্দেশ দেয়।

এতে বিপাকে পড়েছেন বলে জানান তারা।

তাদের অভিযোগ, ভর্তির সময় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের বলে জানানো হলে শিক্ষার্থীদের ময়মনসিংহ কৃষিবিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হয়।