আড়াই ঘণ্টা পর সিলেটের পথে রেল চালু

মৌলভীবাজারের কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চলাচল বন্ধ হয়ে যাওয়ার আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ফের শুরু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2018, 11:59 AM
Updated : 28 March 2018, 11:59 AM

বুধবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার বরমচালে তেলবাহী ট্রেনের একটি ওয়াগনের চারটিটি চাকা লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল বন্ধ হয়ে যায় বলে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মফিদুল ইসলাম জানান।

তিনি বলেন, সিলেট থেকে চট্টগ্রামগামী তেলবাহী ট্রেনটি বেলা ২টা ৪০ মিনিটে বরমচাল স্টেশন ছেড়ে যাওয়ার ৫ মিনিট পরএকটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর সিলেটের মাইজগাঁওয়ে আটকা পড়ে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস।

দুর্ঘটনার খবর পেয়ে কুলাউড়া থেকে উদ্ধার ট্রেন এসে বেলা ৪টার দিকে কাজ শুরু করে।

পরে বিকাল সোয়া ৫টার দিকে লাইনচ্যুত ওয়াগান উদ্ধার করার পর ফের রেল যোগাযোগ শুরু হয় বলে কুলাউড়ার সিনিয়র সহকারী প্রকৌশলী (লোক) দুলাল চন্দ্র দাস জানান।