খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2018, 09:44 AM
Updated : 28 March 2018, 09:44 AM

এ ঘটনার প্রতিবাদে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সমাবেশসহ মানববন্ধ কর্মসূচি পালন করেছে।

মাটিরাঙ্গা থানার ওসি জাকির হোসেন বলেন, উপজেলার আমতলী ইউনিয়নে বর্ণাল মুক্তিযোদ্ধা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে রোববার মো. মাসুদ নামে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেন বলে মামলা হয়েছে।

“ধর্ষণে ব্যর্থ হয়ে মাসুদ তাকে কুপিয়ে জখম করেন বলেও অভিযোগ করেছেন মামলার বাদী ছাত্রীর বাবা।”

ওই ছাত্রীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের চিকিৎসক জয়া চাকমা বলেন, “ছাত্রীর শরীরে টানাহেঁচড়া করার আঘাতের চিহ্ন রয়েছে। তার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। শিগগিরই প্রতিবেদন দেওয়া হবে।”

তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

এদিকে আসামি গ্রেপ্তারসহ বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম।

ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ ত্রিপুরা বলেন, “বিভিন্ন ধর্ষণের ঘটনার সুষ্ঠ বিচার না হওয়ায় পাহাড়সহ সারাদেশে একের পর এক এসব ঘটনা ঘটে চলেছে। শাস্তি না হওয়ায় তারা ধর্ষণ করতে না পারলে খুন-জখমের চেষ্টা করছে।”

পুলিশ আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি জাকির হোসেন।