চাঁপাইনবাবগঞ্জে সেনা সদস্য হত্যায় ভাইয়ের প্রাণদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে দুই বছর আগে এক সেনা সদস্যকে হত্যার দায়ে তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2018, 08:19 AM
Updated : 27 March 2018, 08:23 AM

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শফিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা গ্রামের হাদিসুল ইসলামের ছেলে।রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।  

মামলার বিবরণ থেকে জানা যায়- একখণ্ড জমি নিয়ে শফিউলের সঙ্গে তার বড় ভাই শহিদুল ইসলামের বিরোধ ছিল।

এর জেরে ২০১৬ সালের ২৬ মে সকালে বাড়ির ছাদে শহিদুলকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে শফিউল পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

শহীদুল সেনাবাহিনীর কর্পোরাল পদে বগুড়ায় কর্মরত ছিলেন।ঘটনার কিছুদিন আগে দুই মাসের ছুটিতে তিনি বাড়ি আসেন।

এ ঘটনায় শহিদুলের স্ত্রী ইয়াসমিন জান্নাত বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন।

তদন্ত শেষে গোমস্তাপুর থানার এসআই সাইদুল আলম ওই বছরের ৫ সেপ্টেম্বর শফিউলের নামে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।