জাফর ইকবাল হত্যাচেষ্টা: আদালতে সোহাগের জবানবন্দি

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুল হাসানের এক বন্ধু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2018, 11:58 AM
Updated : 25 March 2018, 12:03 PM

আদালত পুলিশের সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী জানান, রোববার সিলেট মহানগর হাকিম হরিদাস কুমার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সোহাগ মিয়ার জবানবন্দি গ্রহণ করেন।

এ ঘটনায় এ নিয়ে চারজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিল।

অমূল্য চৌধুরী বলেন, গত ১৯ মার্চ সোহাগকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

“জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে তোলা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।”

১৮ মার্চ রাতে ফয়জুলের দেওয়া তথ্যমতে সুনামগঞ্জের দিরাইয়ের সাদিুকর রহমানের ছেলে সোহাগ মিয়াকে নগরীর কালিবাড়ি এলাকা থেকে আটক করে পুলিশ।

গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে জাফর ইকবালের উপর হামলা চালান ফয়জুল।

ঘটনাস্থল থেকেই তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন বিশ্ববিদ্যলয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

ওই দিন রাতেই ফয়জুলকে প্রধান আসামি করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

এ হামলার ঘটনায় ১৮ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফয়জুল। তারও আগে ১৫ মার্চ ফয়জুলের বাবা আতিকুর রহমান আদালতে জবানবন্দি দেন। ২০ মার্চ জবানবন্দি দেন ফয়জুলের ভাই এনামুল হাসান।

জাফর ইকবালের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন হামলাকারী ফয়জুল হাসান, তার বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুর রহমান, ভাই এনামুল হাসান ও ফয়জুলের বন্ধু সোহাগ মিয়া।