রংপুরে প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রভাষক আটক

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে রংপুরের এক প্রভাষককে আটক করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 08:46 AM
Updated : 24 March 2018, 08:46 AM

বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, বদরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু তাহেরকে তারা শুক্রবার সন্ধ্যায় আটক করেন।

তাহের ওই কলেজের গণিত বিভাগের প্রভাষক।

কলেজের অধ্যক্ষ মাজেদ আলী বলেন, “উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের কলেজ কেন্দ্রে শুক্রবার পৌরনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়। পরীক্ষা শুরুর আগে ১০০টির বান্ডেল থেকে ১০টি প্রশ্নপত্র বের করে নিয়ে পরীক্ষার্থীদের দিয়ে দেন প্রভাষক আবু তাহের।

“বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হককে জানাই। সন্ধ্যার পর ইউএনওসহ বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান পুলিশ নিয়ে এসে তাহেরকে আটক করে নিয়ে যান।”

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বদরগঞ্জ কেন্দ্রের যাবতীয় কার্যক্রম আবু তাহের পরিচালনা করতেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, “দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল।”

এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন ইউএনও রাশেদুল হক।