সিলেটে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

সিলেটে মসজিদের দখলে থাকা জমির মালিকানা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; যাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 06:07 AM
Updated : 24 March 2018, 06:16 AM

গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন বলেন, মিত্রিমহল ও বহর গ্রামের লোকজনের মধ্যে শনিবার সকালের এ সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহত দুইজনই মিত্রিমহল গ্রামের বাসিন্দা।

তারা হলেন আব্দুল জলিলের ছেলে মনাই মিয়া ও আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ।

ওসি দেলওয়ার স্থানীয়দের বরাতে বলেন, “সালুটিকর বাজার মসজিদের দখলে থাকা একটি জমির মালিকানা নিয়ে মিত্রিমহল গ্রামের আবদুস সোবহান ও বহর গ্রামের জামাল উদ্দিনসহ কয়েকজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

“শনিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বৈঠকে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। বৈঠক চলার সময় কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোটাসহ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই মনাই মিয়া ও রুমেল আহমদ মারা যান। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।”

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি দেলওয়ার বলেন, পুলিশ গিয়ে পরিন্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।