চুয়াডাঙ্গায় ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

চুয়াডাঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিজিবি প্রায় ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করার খবর দিয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2018, 11:41 AM
Updated : 23 March 2018, 11:41 AM

বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান জানান, গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এ দুটি অভিযান চালানো হয়।

আটক পণ্যের মধ্যে রয়েছে পূজার সামগ্রী ও একটি বাইসাইকেল।

বিজিবি কর্মকর্তা ইমাম হাসান বলেন, “বৃহস্পতিবার রাতের অভিযানটি চালান দর্শনা আন্তর্জাতিক তল্লাশি কেন্দ্রের টহল কমান্ডার হাবিলদার শওকত আলী। তিনি জীবননগর উপজেলার পাকা গ্রামের রাস্তার ওপর বিভিন্ন ধরনের ৪৮ হাজার ৭৫২টি পূজার সামগ্রী পড়ে থাকতে দেখেন।

“আর শুক্রবার ভোরে আরেকটি অভিযান চালান দামুড়হুদার বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক সরোয়ার হোসেন। তিনি বারাদি গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় বাইসাইকেল জব্দ করেন। আটক এসব সামগ্রীর দাম ৩৩ লাখ ৪৯ হাজার ৪০ টাকা।”