পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, নোয়াখালীতে মামা-ভাগ্নি আটক

নোয়াখালীতে পুলিশে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2018, 08:15 AM
Updated : 23 March 2018, 08:26 AM

আটক দুজন হলেন জেলা শহরের খন্দকার পাড়ার আবদুল মান্নানের ছেলে বেলায়েত হোসেন ও তার ভাগ্নি সাবিনা ইয়াসমিন পলি।

সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আনোয়ার হোসেন বলেন, গত ৬ মার্চ নোয়াখালী পুলিশ লাইন্সে কনস্টেবল পদে নিয়োগের জন্যে আবেদনকারীদের শরীরিক পরীক্ষা হয়। বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার জয়নাল আবেদীনের ছেলে সানিউর ওই পরীক্ষায় উত্তীর্ণ হন।

“তাকে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ করে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফের নাম করে সানিউরের পরিবারের কাছ থেকে আড়াই লাখ টাকা নেন বেলায়েত ও পলি। কিন্তু চাকরি না হওয়ায় সানিউরের পরিবার টাকা ফেরত চাইলে তারা দাবি করে, পুলিশ সুপার টাকা নিয়ে গেছে।”

পরে জয়নাল থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার রাতে বেলায়েত ও পলিকে আটক করে পুলিশ।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। পরে তাদের পরিবারের লোকজন থানায় এসে আড়াই লাখ টাকা দিয়ে গেছে।”

তাদের দুজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।