পিয়াসের শেষকৃত্য হল বরিশালে

নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে নিহত পিয়াস রায়ের শেষকৃত্য হয়েছে বরিশালে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2018, 07:01 AM
Updated : 23 March 2018, 08:20 AM

এর আগে বৃহস্পতিবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে নেপাল থেকে তার লাশ আনা হয় ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকেই স্বজনদের কফিন বুঝিয়ে দেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

পিয়াসের বাবা বরিশালের নলছিটি উপজেলার চন্দ্রকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখেন্দু বিকাশ রায় বলেন, ঢাকা থেকে লাশ প্রথমে নেওয়া হয় তার শিক্ষাপ্রতিষ্ঠান গোপালগঞ্জের সাহেরা খাতুন মেডিকেল কলেজে।

সেখান থেকে রাত সাড়ে ১২টায় রওনা হলেও বরিশাল পৌঁছায় ভোরের দিকে। নগরীর এমএ গফুর সড়কের বাসভবনে পৌঁছানোর পর আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠীরা শেষ শ্রদ্ধা জানান। পরে বরিশাল মহাশশ্মানে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

নজরুল ইসলাম, মোল্লা আলিফুজ্জামান ও পিয়াস রায়। পরিচয় শনাক্ত করতে দেরি হওয়ায় এই তিনজনের লাশ আসে বৃহস্পতিবার।

দুই ভাইবোনের মধ্যে পিয়াস ছিলেন বড়। আর তার মা পূর্ণিমা রায় বরিশাল নগরীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

গত ১২ মার্চ ইউএস- বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইট ৭১ জন আরোহী নিয়ে কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিমানে থাকা ৩৬ বাংলাদেশির মধ্যে ২৬ জন মারা যান।

গত সোমবার ২৩ জনের লাশ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরিচয় শনাক্ত করতে দেরি হওয়ায় বাকি তিনজনের লাশ আসে বৃহস্পতিবার।