টঙ্গী থেকে অপহৃত শিশু উদ্ধার, আটক ৪

গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের সাত দিন পর চার বছরের এক শিশুকে নীলফামারী থেকে উদ্ধার করেছে র‌্যাব।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2018, 11:11 AM
Updated : 22 March 2018, 11:11 AM

র‌্যাব ১৩-এর নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ চাঁদখানা সারভাসা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

একই সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, শিশু রাজু ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সূর্যকোনা গ্রামের রং মিস্ত্রি শাহেদ মিয়ার ছেলে।

“গত ১৫ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হয় রাজু। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও কোথাও তাকে না পেয়ে রাজুর মা পোশাক শ্রমিক মনিরা আক্তার টঙ্গী থানায় জিডি করেন। পরে মনিরার সহকর্মী নীলফামারীর মোস্তাফিজার রহমান মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ চান।”

র‌্যাব সন্ধান চালিয়ে দক্ষিণ চাঁদখানা সারভাসা গ্রামে তাদের খোঁজ পায় বলে তিনি জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন - দক্ষিণ চাঁদখানা সারভাসা গ্রামের মকবুল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৪৫), মো. বহির উদ্দিন (৬৫), তার দুই ছেলে মোস্তাফিজার রহমান (৩২) ও মশিউর রহমান (২৩)।

শিশু রাজুসহ আটকৃতদের টঙ্গী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মোকতার হোসেন।