স্বীকৃতির উদযাপন: যশোরে আনন্দ শোভাযাত্রা

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপনে জেলা প্রশাসনের আয়োজনে যশোরে আনন্দ শোভাযাত্রা হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2018, 06:07 AM
Updated : 22 March 2018, 06:07 AM

উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যে শর্ত দরকার, তা পূরণ করায় আবেদন করার যোগ্য হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।

এর মধ্য দিয়ে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি আদায়ের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।আগামী ২০২৪ সালে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ ঘটবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিভিন্ন জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেন।

সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম পিকুল, পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।  

জাতিসংঘ সদস্য দেশগুলোকে স্বল্পোন্নত (এলডিসি), উন্নয়নশীল ও উন্নত এ তিন পর্যায়ে বিবেচনা করে। ১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের অন্তর্ভুক্ত বাংলাদেশ মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুঁকি সূচক (ইভিআই) এই তিন শর্ত পূরণ করে উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যাচ্ছে।