কুষ্টিয়া চিনিকলের কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া চিনিকলের দুই শীর্ষ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2018, 02:15 PM
Updated : 21 March 2018, 02:15 PM

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, বুধবার বিকালে দুদক কুষ্টিয়ার উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন।

আসামিরা হলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আহসান সিদ্দিক (৫৯), কুষ্টিয়া চিনিকলের সাবেক মহা-ব্যবস্থাপক মাধব চন্দ্র মন্ডল (৫২), যন্ত্রপাতি সরবরাহকারী মডার্ন স্টিল ইঞ্জিনিয়ারিংয়ের সত্ত্বাধিকার আবুল কাশেম (৫৩) ও দিলীপ চন্দ্র সাহা (৪৮)।

কুষ্টিয়া সুগার মিলে যন্ত্রাংশ সরবরাহের কাজের মাধ্যমে আসামিরা পরস্পর যোগসাজশে সাত লাখ পাঁচ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।