ফতুল্লায় স্বামী হত্যা মামলায় তরুণীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় স্বামী হত্যা মামলায় এক তরুণীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2018, 12:47 PM
Updated : 21 March 2018, 12:47 PM

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিছুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সায়মা মনি অপু (২৭) নগরীর দেওভোগ আখড়া এলাকার সোবহান মিয়ার মেয়ে।

যাবজ্জীবনের পাশাপাশি আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছে বলে পিপি ওয়াজেদ আলী খোকন জানান।

মামলার বরাত দিয়ে পিপি জানান, ২০১৬ সালের ৩ জুন উপজেলার ফতুল্লার নন্দলালপুর এলাকার নিজ বাড়িতে খুন হন ফটো স্টুডিও মালিক সুমন ইসলাম (৩৫)। ওই ঘটনায় তার বড় ভাই নূরে আলম কামাল হত্যা মামলা করলে পুলিশ সুমনের স্ত্রী সায়মা মনি অপুকে গ্রেপ্তার করে।

পরে সায়মা মনি অপু হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে অপুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।