ভোলায় ইলিশ ধরায় ২৮ জেলেকে জরিমানা

ইলিশের অভায়শ্রম ঘোষিত ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২৮ জেলেকে জরিমানা করা হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2018, 11:37 AM
Updated : 21 March 2018, 11:37 AM

জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত  সদর উপজেলায় মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে চারটি ট্রলার ও পাঁচ হাজার মিটার জালসহ তাদের আটক করা হয়।

“পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন মৎস্য আইনের ৫ ধারায় তাদের দণ্ড দেন। ১৭ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১১ জনকে দুই হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আর জাল পুড়িয়ে ফেলা হয়।”

দণ্ডপ্রাপ্তরা সদর উপজেলা ও দৌলতখান উপজেলার বাসিন্দা বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম।

ইলিশ রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ।