চুনারুঘাটে বিচার দাবিতে হরতাল

হবিগঞ্জের চুনারুঘাটে আবুল হোসেন আকল মিয়া হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে অর্ধদিবস হরতাল হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2018, 08:43 AM
Updated : 21 March 2018, 08:43 AM

সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হলেও বেলা দেড়টায় প্রত্যাহার করা হয়।

সংগ্রাম কমিটির সভাপতি জাতীয় পার্টির চানুরুঘাটের আহ্বায়ক আবদুস সালাম তালুকদার বলেন, “ব্যবসায়ী ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা আকল মিয়াকে (৬৮) হত্যার ২০ দিনেও পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারেনি।

“এ কারণে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, ইসলামি ছাত্রসেনা, ইসলামি ফ্রন্ট, পদক্ষেপ গণপাঠাগার, উপজেলা মেম্বার সমিতি, ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠন একজোট হয়ে হরতালসহ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।”

হরতাল চলাকালে উপজেলা সদরের সব দোকানপাট বন্ধ দেখা গেছে। চলাচল করেনি কোনো যানবাহন।

পরে ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসে ১০ দিনের মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে বেলা দেড়টায় হরতাল প্রত্যাহার করা হয় বলে জানান আবদুস সালাম তালুকদার।

নিহত আকল মিয়া ছিলেন চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি।

গত ১ মার্চ ভোরে চুনারুঘাটের বাল্লা রোডের বাসা থেকে মসজিদে যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।