চাঁপাইনবাবগঞ্জে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2018, 08:06 AM
Updated : 21 March 2018, 08:06 AM

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান বুধবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও তিন মাস কারাগারে থাকতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন - জেলার শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শাহারবানু (৪৪), ভাই আব্দুল হাকিম (২৫), এরফান আলীর স্ত্রী হাজেরা বেগম (৪০), সাজুরুদ্দীনের ছেলে রিয়াজুল ইসলাম (৫২), মতিউর রহমান (৪০) ও হাবিবুর রহমান (৩৫)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।

জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা মামলার মামলার নথির বরাতে বলেন, টাকা ধার নেওয়ার পর ফেরত দেওয়া নিয়ে দ্বন্দ্ব থেকে ২০১২ সালের ২ ফেব্রুয়ারি রাতে ওই গ্রামের আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেন আসামিরা। পরে দুই পা রশি দিয়ে বেঁধে আমগাছে ঝুলিয়ে রাখেন। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে।

ওই দিনই আব্দুর রহমানের ভাই রফিকুল ইসলাম ছয়জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যামামলা দায়ের করেন।

এ ঘটনায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেয় বলে জানান পিপি আঞ্জুমান আরা।