লক্ষ্মীপুরে ১৫ জেলেকে দণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকারের অপরাধে ১৫ জেলেকে দণ্ড দেওয়ার পাশাপাশি ৩০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 04:56 PM
Updated : 20 March 2018, 04:57 PM

জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ জানান, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বুড়ির ঘাট ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার জাল ও সাতটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১৫ জেলেকে আটক করা হয়।

“রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদলত প্রত্যেক জেলেকে তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেয়। আর আদালতের নির্দেশে জব্দ করা ৩০ হাজার মিটার জাল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।”

দণ্ডপ্রাপ্ত  জেলেরা হলেন - সদর উপজেলার রমনী মোহন এলাকার মফিজ, শামীম, বরিশালের মেহেন্দীগঞ্জের ফরিদ, ইসমাইল, ইউছুফ, আলামিন, রাকিব, রুবেল, জাহিদ, মান্নান, মোকলেছ, ছাইদুল, সহিদুল, বাহার ও ভোলার উত্তর ইলিশার আলাউদ্দিন।

ইলিশ রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এই ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ।