নেপালে বিমান দুর্ঘটনা: নোয়াখালীতে ৩ জনের দাফন

নেপালে বিমান দুর্ঘনায় নিহত নোয়াখালীর এক পরিবারের তিনজনের মরদেহ দাফন করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 03:52 PM
Updated : 20 March 2018, 03:52 PM

মঙ্গলবার সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশারখিল গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।

এর আগে সকাল ১০টায় কেশারখিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নিহতরা হলেন রফিক জামান রিমু, তার স্ত্রী সানজিদা হক বিপাশা এবং তাদের একমাত্র সন্তান অনিরুদ্ধ জামান।

জানাজায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, স্থানীয় ইউপি চেযারম্যান আলমগীর হোসেন ভূঁইয়াসহ নিহতদের আত্মীয়-স্বজন ও সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিলা পাল। পরে তাদের দাফন সম্পন্ন হয়।

সানজিদা হক বিপাশা বেসরকারি সংস্থা সুজন-এর সহযোগী সমন্বয়ক এবং তার স্বামী রফিক জামান রিমু একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।

ভোরে কেশারখিল গ্রামের হাজী সালেক উদ্দিনের বাড়িতে তিনটি কফিন এসে পৌঁছায়। এ সময় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশীরাও আবেগপ্রবন হয়ে পড়েন।