শরীয়তপুরে সমাহিত হলেন সাংবাদিক ফয়সাল

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ফয়সাল আহম্মেদের মরদেহ শরীয়তপুরের বাড়িতে দাফন করা হয়েছে।

কে এম রায়হান কবীর শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 02:33 PM
Updated : 20 March 2018, 02:33 PM

মঙ্গলবার ডামুড্যা বাজারে তাদের বাড়ি সরদার গার্ডেনে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১০টায় উপজেলা সদরে পূর্ব মাদারীপুর কলেজ মাঠে তার নামাজে জানাজা হয়।

ফয়সাল ডামুড্যার সিধলকুড়া গ্রামের হাজী সামসুদ্দিন সরদারের ছেলে।

সোমবার রাত ৩টায় তার লাশ বাড়ি আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়সালের লাশ বাড়ি আসার পর আত্মীয়-স্বজনসহ এলাকার শত শত  লোক তাদের বাড়িতে ভিড় জমায়। িএ সময় বাব-মাসহ উপস্থিত সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।

ফয়সালের মামা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, ডামুড্যা পৌর মেয়র হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়াল, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার, ফয়সালের কর্মস্থলের সহকর্মীরাসহ সর্বস্তরের কয়েক হাজার লোক জানাজায় অংশ নেন।

জানাজা শেষে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকসহ তার কর্মস্থলের সহকর্মীরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে সোমবার রাতে ঢাকায় তার নিজ কর্মস্থল বৈশাখী টেলিভিশন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুইবার জানাজা হয়।

১২ মার্চ নেপালের ত্রিবুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে ফয়সালের বাড়িতে শোকের মাতম চলছিল। চাকরিতে পাঁচ দিনের ছুটি নিয়ে নেপাল গিয়েছিলেন ফয়সাল।

সোমবার বিকালে ফয়সালসহ নিহত ২৩ বাংলাদেশির মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। অ্যাম্বুলেন্সে আর্মি স্টেডিয়ামে নিয়ে সম্মিলিত জানাজা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।