তীরে পৌঁছেছে বঙ্গোপসাগরে যাত্রী নিয়ে বিকল জাহাজ

ইঞ্জিন বিকল হয়ে ১৩ ঘণ্টা বঙ্গোপসাগরে ভেসে থাকার পর নোয়াখালীর হাতিয়ায় পৌঁছেছে যাত্রীবাহী জাহাজ এমভি মনিরুল হক।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 10:02 AM
Updated : 20 March 2018, 10:02 AM

কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আসিফ মো. অনিক জানান, মঙ্গলবার ভোর ৫টায় জাহাজটি ২৮১ জন যাত্রী নিয়ে নলচিরা ঘাটে পৌঁছে।

তিনি বলেন, সোমবার সকাল ৯টায় চট্টগ্রাম থেকে হাতিয়ার নলচিরা ঘাটের উদ্দেশে রওনা হয় জাহাজটি। বিকাল ৪টা নাগাদ জাহাজটি গন্তব্যে পৌঁছার কথা ছিল।

“তবে পথে দুটি ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে আটকা পড়ে। কয়েক ঘণ্টা চেষ্টার পর একটি ইঞ্জিন সচল করে পুনরায় যাত্রা শুরুর পর হাতিয়ার ঠেঙ্গারচরের কাছে ফের আটকা পড়ে।”

পরে একটি ইঞ্জিন সচল করে গন্তব্যে পৌঁছে বলে জানান তিনি।