জাটকা ধরায় চাঁদপুরে সাত জেলের কারাদণ্ড

চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে সাত জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।   

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 05:22 AM
Updated : 20 March 2018, 05:22 AM

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান এ আদেশ দেন বলে চাঁদপুর নৌ-থানার এএসআই জসিম উদ্দিন জানান।

দণ্ডিত মো. শামীম (১৯), মো. কামাল (২২), মো. জিহাদ (১৮), আশিক রানা (১৮) ডায়মন্ড (২০), মাসুদ (২১), ও কাউছারের (১৮) বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

এএসআই জসিম বলেন, মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করতে দেখে সাত জেলেকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ২০ হাজার মিটার জাল, ৫০ কেজি জাটকা ও দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয় বলে জসিম জানান।