নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় চাঁদপুরে ১১ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীতে মাছ ধরার সময় ১১ জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 11:26 AM
Updated : 19 March 2018, 11:26 AM

সোমবার দুপুরে সদর উপজেলার লগ্নিমারা এলাকায় মেঘনা নদীতে তাদের আটক করা হয় বলে চাঁদপুর নৌ-থানার এসআই সিকদার হাসানুজ্জামান জানান।

এ সময় জেলেদের মাছ ধরার চারটি ইঞ্জিনচালিত নৌকা এবং ২৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় চার শিশুকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এসআই হাসানুজ্জামান জানান, একাধিক নৌকা নিয়ে নদীতে মাছ ধরার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম তাদের মৎস্য সংরক্ষণ আইনে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন।

ইলিশ রক্ষায় চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।