পরীক্ষা পদ্ধতি পরিবর্তন না করার আহ্বান

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বর্তমান পরীক্ষা পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তন না আনার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 01:50 PM
Updated : 18 March 2018, 01:50 PM

রোববার জেলা শহরে প্রেস ক্লাব চত্বরে জেলা সদরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এ দাবিতে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভ. মডেল গার্লস হাই স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। 

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইকরামুল আলম ইশানের সভাপতিত্বে ও মুহীয় শারদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী নাবিল তাউসিফ, আফরিন জান্নাত ও অমরিতা রানী দাস।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও মানববন্ধনে অংশগ্রহণ করে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। 

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে প্রশ্নপত্র ফাঁস রোধের ব্যর্থতার দায় দশটি সৃজনশীল প্রশ্নের পাঁয়তারার মাধ্যমে শিক্ষার্থীদের ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না।

শিক্ষার্থীরা এখন আসন্ন পরীক্ষার ব্যপারে কোনো প্রস্তুতি নিতে পারছে না। বার বার পরীক্ষা পদ্ধতি পরির্বতন করায় শিক্ষার্থীদের মনে ভয়-ভীতির জন্ম নিচ্ছে।

তাই তারা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন না করার আহবান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।