দামুড়হুদা সীমান্তে ভারতীয় পণ্যসহ ৮ বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও ডলারসহ আটজনকে আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 11:19 AM
Updated : 18 March 2018, 11:19 AM

রোববার উপজেলার জয়নগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান জানান।

এরা হলেন মাদারীপুরের শ্রীনাদি গ্রামের হাবিবুর রহমানের ছেলে উজ্জল আহমেদ (৩১), যাদুয়ারচর গ্রামের মৃত সামাদ মুন্সীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), শংকরদি গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল হান্নান (৩৮), শরীয়তপুরের ঈশ্বরকাঠি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৪৮), ঢাকার শ্যামপুরের হাবিবুর রহমানের ছেলে আনিসুর রহমান (২৯) ও আব্দুর রহমানের ছেলে আতিকুর রহমান (৩১), গোপালগঞ্জের বিশ্বম্ভবদি গ্রামের ফজলুর রহমানের ছেলে হেদায়েত আলী (৪০) ও লক্ষ্মীপুরের বাহাদুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আল আমিন (২৮)।

বিজিবি কর্মকর্তা বলেন, বেশ কয়েকজন ব্যক্তি প্রায়ই জয়নগর সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত করে অবৈধভাবে ভারতীয় বিভিন্ন পণ্য বাংলাদেশে নিয়ে আসে এমন খবরে বিজিবি সদস্যরা রোববার আট জনকে আটক করে। পরে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ভারতীয় পণ্য এবং দুই লাখ ১৬ হাজার ১০০ ইউএস ডলার পাওয়া যায়।

যা বাংলাদেশি টাকায় এক কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ১৯৮ টাকা বলে জানান তিনি।