মিশনে নিহত সেনা সদস্য আক্তারের দাফন সম্পন্ন

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে মালিতে গিয়ে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরেল আক্তার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 10:27 AM
Updated : 16 March 2018, 10:27 AM

শুক্রবার জুম্মার নামজের পর নিজ গ্রাম মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামে তাকে দাফন করা হয়।

আক্তার হোসেনের বাবা তালিম মোল্লা জানান, দুপুর ১২টায় তার মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মাগুরা স্টেডিয়ামে নামে। সেখান থেকে লেফটেন্যান্ট তানভীর আহম্মেদ রানার নেতৃত্বে যশোর সেনানিবাসের সেনাদল আক্তারের মরদেহ তার গ্রামের বাড়ি বরালিদাহ নিয়ে যায়।

জুম্মার পর বাড়ির পাশে মসজিদ মাঠে নামাজে জানাজা হয়। পরে বরালিদাহ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

আক্তারের লাশ তার বাড়ি পৌঁছলে পরিবারের সদস্যদরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মা, স্ত্রী, মেয়েসহ উপস্থিত স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

আক্তার পবিারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে তারা বাবা তালিম মোল্লা জানান।

গত ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে  মাইন বিস্ফোরণে আক্তার হোসেনসহ বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্য নিহত হন।

আক্তার ২১ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের তালিম মোল্লার ছেলে। বাবা-মা, স্ত্রী ছাড়াও তার দুই মেয়ে রয়েছেন।