পুলিশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ চাঁদপুরে

বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরা পারসন সুমন হাসানের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদ করেছেন চাঁদপুরের সাংবাদিকরা।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 09:50 AM
Updated : 16 March 2018, 09:51 AM

শুক্রবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শহরের কালীবাড়ি শপথ চত্ত্বর এলাকায় মানববন্ধন করেন তারা।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চাঁদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, বি এম হান্নান, শরীফ চৌধুরী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি আল-ইমরান শোভন প্রমুখ।

মানবনন্ধনে তারা সাংবাদিক সুমন হাসানের উপর ডিবি পুলিশের নির্যাতনকে ন্যক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত মঙ্গলবার দুপুরে নগরীর দক্ষিণ চকবাজার এলাকায় বিউটি হল সংলগ্ন একটি বাসায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় এক কারণ জানতে চাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে গোয়েন্দা পুলিশ ডিবিসি নিউজের ক্যামেরাম্যান সুমন হাসানকে মারধর করে। পরে থানায় নিয়ে আবার পেটায়।

এ ঘটনায় পুলিশ দুঃখ প্রকাশ করেছে। ঘটনার পরপরই মহানগর গোয়েন্দা পুলিশের আট সদস্যকে প্রত্যাহার করা হয়।