কিশোরগঞ্জে ট্রাক্টর-অটো সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশা আরোহীর প্রাণ গেছে; আহত হয়ছেন অন্তত ছয়জন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 09:34 AM
Updated : 16 March 2018, 09:34 AM

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আক্তারুজ্জামান জানান, উপজেলার সাদুল্লারচর বাজারের কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমানের (৪৫) বাড়ি ইটনা উপজেলার বর্শিকুড়া গ্রামে।

আহতদের মধ্যে করিমগঞ্জ উপজেলার পানাহার গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আবু বকর (২৫) ও তাড়াইলের সাচাইল গ্রামের আবদুল মালেকের ছেলে মুখলেছকে (৩২)ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর কিশোরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ইটনা উপজেলার রায়টুটি গ্রামের অনুমতি বেগম (৪৫) ও একই উপজেলার মিল্কীপাড়া গ্রামের নাজমা বেগম (২৫), নরসিংদীর বেলাব এলাকার মৃত ফজলুর রহমানের স্ত্রী শাহানারা বেগম (৪৫) ও তাড়াইলের হাবিবুর রহমানকে (৬০)।

এসআই আক্তারুজ্জামান বলেন, তাড়াইল থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কিশোরগঞ্জে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোর যাত্রী আতাউরের মৃত্যু হয়।