বেনাপোলে ১০টি স্বর্ণের বার জব্দ

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দশটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 09:12 AM
Updated : 16 March 2018, 09:12 AM

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম জানান, শুক্রবার সকালে বেনাপোলের পুটখালি সীমান্তের আমবাগান এলাকার একটি পশুর খাটাল থেকে বারগুলো তারা উদ্ধার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তারিকুল বলেন, ভারতে সোনা পাচারের খবরে বিজিবির একটি টহলদল আমবাগান এলাকায় অবস্থান নেয়।

“এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের চেষ্টা করলে তিনি স্বর্ণের বারগুলো পশুর খাটালের মধ্যে ফেলে পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি করে দশটি বার পাওয়া যায়।”

উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৭০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। সেগুলো বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে বলে এ বিজিবি কর্মকর্তা জানান।