টেকনাফে ১৮ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৮ লাখ বেশি ইয়াবা উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 08:31 AM
Updated : 16 March 2018, 08:43 AM

শুক্রবার ভোরে উপজেলার নাফ নদীর দমদমিয়া ও ঝিনুখাল এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান।

বিজিবি বলছে, উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য ৫৪ কোটি ৬০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি কর্মকর্তা আছাদুজ্জামান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল শুক্রবার মধ্যরাত থেকে নাফ নদীর দমদমিয়া এলাকায় অবস্থান নেয়।

“এ সময় মিয়ানমারের দিক একটি নৌকায় করে ২/৩ পাচারকারী নাফ নদীর পাড়ে এসে নামে। তাদের কাঁধে বস্তা দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনটি বস্তা ফেলে পালিয়ে যায় তারা।পরে ওই বস্তায় তল্লাশি করে ১২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।”

এর আগে নাফ নদীর ঝিনুখাল এলাকা থেকে ছয় লাখ বিশ হাজার ইয়াবা তারা উদ্ধার করেন বলে আছাদুজ্জামান জানান।

তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে শুক্রবার মধ্যরাত থেকে বিজিবির সদস্যরা ঝিনুখাল এলাকায় অবস্থান নেন। এ সময় মিয়ানমারের দিক থেকে ইঞ্জিন চালিত একটি নৌকায় করে ৩/৪ জন পাচারকারীকে আসতে দেখে তাদের থামার জন্য সংকেত দেয় বিজিবি। 

“এ সময় পাচারকারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে ওই নৌকায় তল্লাশি করে তিনটি বস্তা মধ্যে ইয়াবাগুলো পাওয়া যায়।”

উদ্ধারকৃত ইয়াবা বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।