জাকিরকে নির্যাতন করা হয়েছে কি না তদন্ত হবে: আইজিপি

পুলিশের হাতে গ্রেপ্তারের পর কারাগারে অসুস্থ হয়ে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2018, 12:34 PM
Updated : 15 March 2018, 01:36 PM

বৃহস্পতিবার বিকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে মহানগর বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনের পর ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

গত ৬ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন থেকে গোয়েন্দা পুলিশ মিলনকে আটক করে।

তিনদিন রিমান্ড শেষে রোববার কারাগারে নেওয়ার পর অসুস্থ হন জাকির। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপির অভিযোগ, পুলিশের রিমান্ডে নির্যাতনে অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে।

আইজিপি বলেন, “ছাত্রদল নেতাকে কোনো নির্যাতন করা হয়েছে কি না তা তদন্ত করে দেখা হবে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

“পুলিশ একটি সুশৃংখল বাহিনী, এ বাহিনীর কোনো অন্যায় অবহেলা মেনে নেওয়া হবে না।”

পরে তিনি একই স্থানে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন।

সমাবেশে খুলনার পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, তালুকদার আব্দুল খালেক, মিজানুর রহমান মিজান, খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, খুলনা রেঞ্জ ডিআইজি মো. দিদার আহম্মেদ প্রমুখ।