খুলনায় সিমেন্টের কাঁচামালসহ কার্গোডুবি

খুলনায় রূপসা নদীতে সিমেন্টের কাঁচামাল বোঝাই একটি কার্গো ডুবে গেছে। এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2018, 12:15 PM
Updated : 15 March 2018, 12:33 PM

বৃহস্পতিবার দুপুর ২টার পর খানজাহান আলী সেতু সংলগ্ন এলাকায় ‘এমভি বিবি-১১৩৪’ নামের কার্গোটি ডুবে যায় বলে সেভেন রিংস সিমেন্ট কর্তৃপক্ষ জানায়।

সেভেন রিংস সিমেন্ট কোম্পানির জেনারেল ম্যানেজার (লজিস্টিক অ্যান্ড কর্মাশিয়াল) মো. এনামুল হক জানান, জাহাজটি রূপসা নদীর পূর্ব পাড়ে সেভেন রিংস সিমেন্ট কারখানার জেটিতে নোঙর করা ছিল।

তিনি জানান, তাদের কোম্পানির জন্য সিমেন্ট তৈরির কাঁচামাল এক হাজার ৩৫ মেট্রিক টন জিপসাম নিয়ে কার্গোটি মংলা বন্দর থেকে খুলনায় আসে।

“দুপুর ২টার পরে হঠাৎ বিকট শব্দে তলা ফেটে গিয়ে কার্গোটি ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় র‌্যাব, কোস্ট গার্ড ও নৌবাহিনী।”

কার্গোর স্টাফরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।

র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, দুপুরে তলা ফেটে কার্গোটি ডুবে গেছে। সংবাদ পেয়ে র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা উদ্ধার কাজে যায়। বিকাল ৪টার দিকে উদ্ধার কাজ শুরু হয়েছে।