জবানবন্দি দিলেন জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের বাবা

আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন সিলেটে জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানের বাবা আতিকুর রহমান।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2018, 12:05 PM
Updated : 15 March 2018, 12:05 PM

বৃহস্পতিবার বিকালে সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের কাছে তিনি এ জবানবন্দি দেন বলে আদালত পুলিশের সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী জানান।

এরআগে পাঁচ দিনের রিমান্ড শেষে ফয়জুলের বাবা ও মামা ফজলুর রহমান আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ফজলুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আর ফয়জুলের বাবা আতিকুর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

গত ১১ মার্চ ফয়জুলের মামা ও বাবাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এছাড়া বুধবার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও চাপাতিসহ আটক রায়হানুল ইসলাম চমনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা অমূল্য।

তদন্তে জাফর ইকবাল সম্পৃক্ততা পেলে ওপর হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান তিনি।

গত ৩ মার্চ বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে জাফর ইকবালে ওপর হামলা চালায় ফয়জুল। ওই দিন রাতেই ফয়জুলকে প্রধান আসামী করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

এর আগে গত ৮ মার্চ হামলাকারী ফয়জুলকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত ১৩ মার্চ ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফয়জুলের ভাই এনামুল হাসানকে।