গভীর রাতে বাড়ি ঢুকে ‘মরিচের গুঁড়া ছিটিয়ে’ মারধর

নেত্রকোণায় ‘জমির বিরোধের জেরে’ গভীর রাতে এক হিন্দুবাড়িতে ঢুকে মরিচের গুঁড়া ছিটিয়ে মারধরসহ ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2018, 02:14 PM
Updated : 14 March 2018, 02:14 PM

এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন জানান।

চল্লিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চল্লিশা বাজার এলাকায় শ্যামলাল রবিদাসের সঙ্গে একই এলাকার জলিলুর রহমানের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ রয়েছে।

“বিরোধের জেরে মঙ্গলবার রাত ৩টার দিকে জলিলুর রহমান ও তার লোকজন শ্যামলালের ঘরে ঢুকে সবার চোখে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় বলে পরিবারটির অভিযোগ। তাছাড়া তাদের মারধর করে এবং বাড়িঘরের আসবাবপত্র ভাংচুর করে বলে অভিযোগ।”

এতে শ্যামলাল (৫৫), মালতি রানী দাস ( ৫০) ও কমলী রানী নামে তিনজন আহত হয়েছেন জানিয়ে চেয়ারম্যান বলেন, আহতদের নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামলাল চল্লিশা ইউনিয়ন পরিষদের একজন চৌকিদার বলে চেয়ারম্যান জানিয়েছেন।

পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, অভিযোগে পেয়ে চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন - জলিলুর রহমান (৩৫) , খলিলুর রহমান (৪০), হাবিবুর রহমান (৫২) ও রাতিনুর রহমান (২৫)।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে পরিদর্শক বোরহান বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

জলিলুর রহমান সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন পরিষদের সচিব।