ঠাকুরগাওয়ের এমপির বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2018, 09:05 AM
Updated : 14 March 2018, 09:15 AM

বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, মঙ্গলবার রাতে দবিরুলের ছোট ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ওসি মোস্তাফিজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা আওয়ামী লীগ সভাপতি এই এমপির বাড়িতে ডাকাতির ঘটনায় আমাদের তদন্ত টিম কাজ করছে। সেই সঙ্গে ডাকাতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

মামলার বাদী মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোরে একদল ডাকাত আমার বড় ভাই দবিরুল ইসলামের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে। ডাকাতরা আগ্নেয়াস্ত্রের মুখে সাংসদের স্ত্রী মোমিনা খাতুন, গৃহপরিচারিকা ও নৈশ্যপ্রহরীদের জিম্মি করে। এরপর ঘর তছনছ করে স্বর্ণালংকার এবং টাকা লুট করে নিয়ে যায়।