নওগাঁর রাণীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুর বাড়িতে বোমা হামলার ঘটনায় মামলা হয়েছে।
Published : 13 Mar 2018, 04:29 PM
চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন বলে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান।
মামলায় আটজনের নাম উল্লেখসহ ১২জনকে আসামি করা হয়েছে।
রোববার রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে পিন্টুর বাড়িতে হাতবোমা হামলা হয়।
পিন্টু উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
ওসি বলেন, পিন্টুর বাড়িতে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। রাতেই তার বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও হাতবোমার কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশ।