নেত্রকোণায় শিশু হত্যা মামলায় বাবা-মেয়ের যাবজ্জীবন

নেত্রকোণায় আট বছর আগে এক শিশু হত্যা মামলায় এক ব্যক্তি ও তার মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2018, 08:18 AM
Updated : 12 March 2018, 08:18 AM

সোমবার নেত্রকোণার জেলা দায়রা জজ রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।   

দণ্ডিতরা হলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার পাবিয়াখালি গ্রামের মঙ্গল হোসেন (৫৫) ও রোকসানা পারভীন ওরফে খুকুমণি (১৯)।রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

কারাদণ্ড ছাড়াও বিচারক তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা দিয়েছেন।এই অর্থ দিতে ব্যর্থ হলে আরও এক মাসের কারাভোগ করতে হবে।

এছাড়া অপরাধ প্রমাণ না হওয়ায় পাবিয়াখালি গ্রামের মো.আল-আমীন ও জিয়াউর রহমান জীবুরকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, গ্রামের একখণ্ড জমি নিয়ে মঙ্গল হোসেনের সঙ্গে স্থানীয় সাইফুল ইসলামের বিরোধ ছিল। সাইফুলের মেয়ে তৃষামনি মঙ্গলের মেয়ে রোকসানার বাড়িতে প্রাইভেট পড়ত।

এর জেরে ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর সকালে তৃষামনি প্রাইভেট পড়তে গেলে মঙ্গল ও রোকসানা তাকে হত্যা করে লাশ রান্না ঘরের পেছনে ফেলে রাখে।পুলিশ ওই দিনই তৃষামনির লাশ উদ্ধার করে।

ঘটনার তিনদিন পর সাইফুল চারজনকে আসামি করে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১১ সালের ৩০ এপ্রিল সব আসামিদের নামে আদালতে অভিযোগপত্র দিলে মামলার বিচারকাজ শুরু হয়।