আশুলিয়ায় কারখানার গুদামে অগ্নিকাণ্ড

ঢাকার আশুলিয়ায় একটি কারখানার গুদাম ও দুটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 06:02 PM
Updated : 11 March 2018, 06:03 PM

রোববার রাতে কাঠগড়া বাজারের পাশে টোকিও প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, কারখানার গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়।

তিনি জানান, গুদামটিতে টুকরো কাগজ ও বিভিন্ন পরিত্যক্ত মালামাল থাকায় আগুন দ্রুত পার্শ্ববর্তী নাজিম উদ্দিন ও জহিরের বাড়িতেও ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় সাভার ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়।

“আগুন নিয়ন্ত্রণে আনার আগেই নাজিম উদ্দিনের ভাড়া বাড়ির ১২টি এবং জহিরের বাড়ির ছয়টি কক্ষ ও কক্ষের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।”

প্রত্যক্ষদর্শী জমির হোসেন সাংবাদিকদের জানান, টোকিও প্যাকেজিং কারখানা ও নাজিম উদ্দিনের বাড়ির মাঝখানে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে। রাতে সেই খুঁটিতে থাকা একটি ট্রান্সফর্মার থেকে আগুনের ফুলকি ছিটকে কারখানার গুদামে পড়ে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে।