বগুড়ায় পোস্ট অফিসে ডাকাতির চেষ্টা, ২ জন গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দিনে দুপুরে ডাকাতি করতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে দুই ব্যক্তি।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 05:47 PM
Updated : 11 March 2018, 05:47 PM

রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলা পোস্ট অফিসে এই ঘটনা ঘটে বলে পোস্ট মাস্টার জাহানুর ইসলাম জানান।

গ্রেপ্তাররা হলেন ঢাকার ওয়ারী এলাকার হান্নান এবং সূত্রাপুর কলতাবাজারের সাব্বির।

শিবগঞ্জ উপজেলা পোস্ট মাস্টার জাহানুর ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে অপরিচিত দুই ব্যক্তি পোস্ট অফিসে গিয়ে থানার লোক পরিচয় দিয়ে তাকে ওসি সাহেব থানায় ডেকেছেন বলে জানায়। ওই সময় তারা মোবাইলে ফোনে তার সঙ্গে এক লোকের কথা বলিয়ে দেয়। মোবাইলের অপর প্রান্ত থেকে শিবগঞ্জ থানার ওসি পরিচয় দিয়ে থানায় আসতে বলে।

“আমি দেরি না করে তাড়াতাড়ি শিবগঞ্জ থানায় যাই। এরমধ্যে থানার লোক পরিচয়ে বসে থাকা দুই ব্যক্তি অফিসে থাকা পেকার বাদল চন্দ্র রাজভরকে বেঁধে ফেলে এবং লকার ভেঙ্গে চার লাখ টাকা বের করে নেয়।”

জাহানুর ইসলাম জানান, ওই সময় বাদলেল চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে দুই ডাকাতকে ধরে ফেলে। পরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।

এ সময় পোস্ট অফিসের সামনে থাকা একটি নীল রং এর মাইক্রোবাসযোগে ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যায় বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, জনগনের হাতে আটক হান্নান ও সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতারক চক্রের অন্য সদস্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।