সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধে ‘অনিয়ম’, কর্মকর্তা আটক

সুনামগঞ্জে দেখার হাওরের বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে এক প্রকল্প কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 03:11 PM
Updated : 11 March 2018, 03:11 PM

রোববার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আরশ আলীকে (৪৫) আটক করা হয় বরে জানান দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

আরশ আলী দেখার হাওরের ২৯ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি।

ওসি জানান, দেখার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) বিরুদ্ধে। এ ব্যাপারে স্থানীয় কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

“অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ রোববার তাকে কার্যালয়ে ডেকে আনেন। পরে তাকে আটক করে পুলিশে হস্থান্তর করেন।”

এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি বলে তিনি জানান।