কিশোরগঞ্জে সহপাঠীকে ছুরিকাঘাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে তার সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 08:18 AM
Updated : 11 March 2018, 08:22 AM

গ্রেপ্তার মো.ইমরান (২১) শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চবিদ্যালয় এলাকার রতন মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ সদর থানার ওসি আবু শামা মো.ইকবাল হায়াত জানান, বাজিতপুর উপজেলা থেকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান স্থানীয় ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের এক ছাত্রীকে ছুরি মেরে আহত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ইমরানকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরগঞ্জ সদর থানায় মামলা করেন বলে পুলিশ জানায়।

মেয়েটির বাড়ি শহরের হারুয়া এলাকায়। তিনি কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ইমরানের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙ্গে গেলে ইমরান প্রায়ই মেয়েটিকে উত্যক্ত করত।

শনিবার বিশ্ববিদ্যালয় থেকে রিকশায় করে বাসায় ফেরার পথে শহরের খরমপট্টি এলাকায় ভূমি অফিস সংলগ্ন রাস্তায় রিকশা থামিয়ে ইমরান মেয়েটির গালে, কপালে ও কাঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ওসি আবু শামা বলেন, মামলার পর ইমরানের সন্ধান পেতে তার বাবা-মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর বাজিতপুর থেকে তাকে আটক করে পুলিশ ।