টেকনাফে ৫ লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2018, 04:05 PM
Updated : 10 March 2018, 04:05 PM

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফয়জুল ইসলাম মণ্ডল জানান, শনিবার সকালে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমপাড়ায় তারা এ অভিযান চালান।

তবে এ অভিযানে তারা কাউকে আটক করতে পারেননি।

ফয়জুল বলেন, মিয়ানমার থেকে আসা ইয়াবার একটি বড় চালান নিয়ে পাচারকারী চক্র পশ্চিমপাড়ার ঝাউবাগানে অবস্থান করছে খবরে সকালে খবর আসে।

“কোস্টগার্ড অভিযান চালালে পাচারকারীরা তিনটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। বস্তার ভেতর ছিল পাঁচ লাখ ইয়াবা। এর দাম প্রায় ২৫ কোটি টাকা।”

ইয়াবাগুলো টেকনাফ থানায় জমা দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মণ্ডল।

এদিকে টেকনাফ পৌরসভার পানবাজার এলাকার একটি আবাসিক হোটেলের সামনে থেকে আরও ২০ হাজার ইয়াবাসহ এজকনকে আটকের খবর দিয়েছেন সোমেন মণ্ডল।

আটক মো. আইয়ুব (৪০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খয়রাতিপাড়ার জাফর আলমের ছেলে।

সোমেন বলেন, শনিবার বিকালে পানবাজার এলাকায় একটি আবাসিক হোটেলের সামনে একটি চালান নিয়ে মাদক চক্রের সদস্য আইয়ুব অবস্থান করছিলেন। খবর পেয়ে অভিযান চালানো হয়। তার ব্যাগে ছিল ২০ হাজার ইয়াবা।

মামলা দিয়ে আইয়ুবকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সোমেন মণ্ডল।