ট্রাকের চালক ঘুমাচ্ছিলেন, দুর্ঘটনায় নিহত ১

নাটোর শহরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরেক চালকসহ তিনজন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2018, 03:36 AM
Updated : 10 March 2018, 03:36 AM

শনিবার ভোরে জেলা প্রশাসকের বাসভবনের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত চালকের নাম মো. হাসান (৩২)।

আহতদের একজন হলেন চালক সহকারী জাহিদ হোসেন। তাকেসহ দুইজ আহতকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

ট্রাফিক পুলিশের সার্জেন্ট হুমাউন কবির জানান, বগুড়া থেকে আসা আলু বোঝাই একটি ট্রাক ও বগুড়ামুখী চাল বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে আলু বোঝাই ট্রাকের চালক হাসানসহ দুই ট্রাকের চারজন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হলে হাসান মারা যান।”

আহত অপর ট্রাকের চালক পালিয়ে যান বলে জানান সার্জেন্ট হুমাউন।

ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান এই সার্জেন্ট।

আহত চালক সহকারী জাহিদ হোসেন বলেন, তার ট্রাকের চালক ঘুমাচ্ছিলেন বলে তিনি ট্রাক চালাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় ট্রাক চালাচ্ছিলেন। তাই দুর্ঘটনা ঘটে।