ঝিনাইদহে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ড

ঝিনাইদহ সদর উপজেলায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ে ছাই হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2018, 05:30 PM
Updated : 9 March 2018, 05:31 PM

ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, ঘোড়শাল ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামের ছায়ানীড় আশ্রয়ণ প্রকল্পে শুক্রবার বেলা ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়লে একটি ব্যারাকের ১০টি ঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন - ইমাদুল হক, সমির উদ্দীন, কিতাব উদ্দীন, আতর আলী, চুন্নু বিশ্বাস, জামেলা খাতুন, রূপসা খাতুন ও মনোয়ারা খাতুন।

ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন ব্যক্তিগত ও ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দিয়েছেন বলে জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে দুই হাজার টাকা, দুটি কম্বল, ১০ কেজি চাল, শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়েছে।