আশুলিয়ায় ৪ পোশাক কারখানাসহ বাড়িতে অগ্নিকাণ্ড

ঢাকার সাভার উপজেলায় চারটি পোশাক কারখানাসহ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2018, 01:46 PM
Updated : 9 March 2018, 02:12 PM

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, শুক্রবার বিকালে আশুলিয়ার জিরাব এলাকায় এসবি নিটওয়্যার, টুডে নিটওয়্যার, এ-প্লাস নিটিং ও ইউনিয়ন লেবেল কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

এসব কারখানায় সুতা দিয়ে গেঞ্জির কাপড় ও পোশাকের বিভিন্ন লেভেল তৈরি করা হত।

ফায়ার সার্ভিস কর্মকর্তা হামিদ বলেন, টুডে নিটওয়্যারে আগুন লাগে। কারখানাগুলো টিনশেডের হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানার পাশের কয়েকটি বাড়িতেও আগুন ছড়ায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া শিল্প পুলিশের এএসআই গোলাম মোস্তফা ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন নেভাতে গিয়ে কয়েকজ শ্রমিক আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সাপ্তাহিক ছুটির দিনে তিনটি কারখানা বন্ধ থাকলেও একটিতে লেবেল তৈরির কাজ চলছিল বলে পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানিয়েছেন।

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কেউ কিছু বলতে পারেননি।