অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ৬ জন কারাগারে

কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে ছয়জনকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2018, 11:54 AM
Updated : 9 March 2018, 11:54 AM

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ শুক্রবার এ সাজা দেন।  

দণ্ডিতরা হলেন মো. শরীফুল ইসলাম, ফারদিন হাসান, মো. আব্দুল কাদির, আনোয়ার হোসেন, ফয়সাল সরকার ও শফিকুল ইসলাম সুমন।

তারা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বলে জেলা প্রশাসন জানিয়েছে।  

ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালে ভ্রামমাণ্য আদালত শহরের বিভিন্ন কেন্দ্রে অভিযান চালিয়ে অফিস সহায়ক পদে অংশ নেওয়া ছয় ভুয়া পরীক্ষার্থীকে আটক করে।

“পরে তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ে এনে দেড়মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।”

এ পরীক্ষায় অফিস সহায়কের ৩৭টি পদের বিপরীতে আট হাজার ২৬২ জন এবং নৈশ প্রহরীর ১৬ পদের বিপরীতে  ৫৭৪ জন আবেদন করেছেন।