হবিগঞ্জে নকল কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নকল ডিটারজেন্ট কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2018, 02:05 PM
Updated : 8 March 2018, 03:34 PM

এছাড়া ২০০ বস্তা নকল পাউডার জব্দ করার পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে পূর্বমাধবপুর গ্রামে আরব আলীর (৪৫) বাড়ি গিয়ে এই নকল কারখানার খোঁজ পান তারা।

“নকল পণ্য তৈরি করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আর কারখানাটি সিলগালা করার পাশাপাশি ২০০ বস্তা ডিটারজেন্ট পাউডার জব্দ করে পৌর কাউন্সিলর রফু মিয়ার জিম্মায় রাখা হয়েছে।”

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ, র‌্যাব ৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান ইউএনও মোকলেছুর রহমান।