চাঁদপুরে জাটকা ধরায় দুই জেলের কারাদণ্ড

চাঁদপুরের মেঘনা নদী থেকে জাটকা ধরার অপরাধে দুই জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2018, 05:24 AM
Updated : 8 March 2018, 05:30 AM

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন বলে চাঁদপুর সদর উপজেলার জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা ফিরোজ আলম মৃধা জানান।

দণ্ডিতরা হলেন- খোরশেদ শরীয়তপুর জেলার সখিপুর থানার বকাউল কান্দির কাজল খানের ছেলে খোরশেদ আলম (২০) ও একই উপজেলার উত্তর তারাবুনিয়ার মোহাম্মদ হোসেনের ছেলে মো.শাহজালাল (২৭)।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজেন্ডার পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় জাটকা সংরক্ষণের জন্য অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এ নদীতে যে কোন মাছ শিকার, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ রয়েছে।

মৎস্য কর্মকর্তা ফিরোজ বলেন, সদর উপজেলা টাস্কফোর্স মেঘনা নদীর রাজরাজেশ্বর থেকে হরিণা এলাকা পর্যন্ত বুধবার রাতে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বালুচর এলাকায় জাটকা ধরতে দেখে দুই জেলেকে হাতে নাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয় বলে জানান ফিরোজ।